নোয়াখালী প্রতিনিধি :
আগামী ২৩ ও ২৪ মে ‘নোয়াখালী কবিতা উৎসব’ নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এতে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ঢাকাসহ সারাদেশের প্রায় ২ শ কবি অংশগ্রহণ করবেন। ঢাকাস্থ কেন্দ্রীয় উদযাপন কমিটির আহবায়ক বিশিষ্ট কবি ও সম্পাদক বদরুল হায়দার জানান, বর্ণিল নানা আয়োজনে দেশের বরেণ্য কবিদের সমাবেশ ঘটবে এ উৎসবে। কবিতা উৎসবের ফেনী জেলা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কবি ও গবেষক শাবিহ মাহমুদ।
ফেনী জেলা সমন্বয়ক শাবিহ মাহমুদ জানান, এ উৎসবে অংশগ্রহণে আগ্রহী ফেনীর কবিদেরকে নির্দিষ্ট ফরম পূরণপূর্বক নিবন্ধন করতে হবে। অংশগ্রহণকারীদের জাতীয় পরিচয়পত্র নম্বর, এক কপি পিপি সাইজ ছবি এবং নিজের লেখা সেরা একটি কবিতাসহ নিচের ঠিকানায় দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করছি। নিবন্ধন ফরম সরাসরি জেলা সমন্বয়কের কাছ থেকে (ফোন: ০১৯৪৫-৬৩ ৭৮ ০৬) অথবা নিজ নিজ সংগঠন প্রধানদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। নিবন্ধনের শেষ তারিখ ৩০ এপ্রিল। ফি ৫শ টাকা মাত্র। উৎসবের আহবায়ক খ্যাতিমান কবি ও সম্পাদক বদরুল হায়দারের পক্ষ থেকে ফেনীর সকল কবিকে উদার ও আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন জেলা সমন্বয়ক।