দৈনিক ফেনীর সময়

আত্মহত্যা নয়, জীবনে সফল হতে হবে

আত্মহত্যা নয়, জীবনে সফল হতে হবে

নিজস্ব প্রতিনিধি:
‘প্রেমে ব্যর্থ, পরীক্ষায় ভালো রেজাল্ট না হওয়া, বন্ধুর সাথে ঝগড়া’ সহ নানা কারনে অনেকে হতাশায় ভুগে আত্মহত্যার পথ বেছে নেন। তখন তারা মনে করেন বেঁচে থাকাটা অর্থহীন। তখনই ওই ব্যক্তি আত্মাহত্যার দিকে ধাবিত হয়। কেউ জীবনে লক্ষ্য অর্জনে ব্যর্থ হলে প্রয়োজনে লক্ষ্য পরিবর্তন করতে হবে। এসময়ে মা-বাবা তথা শিক্ষক-বন্ধু-বান্ধবদের ভূমিকা বেশী। আত্মহত্যার কারণে একটি জীবন নষ্টের পাশাপাশি একটি পরিবারও তছনছ হয়ে যায়। সৃষ্টিকর্তার বিধান অমান্য করায় আত্মহত্যাকারী ব্যক্তি পরপারেও দোজখে স্থান পাবেন। আত্মহত্যা কোন সঠিক পথ হতে পারেনা। বরং জীবনে সফলতা অর্জন করতে হবে।

শনিবার জেলা পুলিশের আয়োজনে ‘আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিরস্থায়ী ব্যর্থতা’ প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত সভায় বক্তাগণ এসব কথা বলেন। শহরের ইস্টিশন রেস্টুরেন্টের হলরুমে ওই সভা আয়োজনে সহযোগিতা করে স্টার লাইন গ্রুপ। পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে: জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার, জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো: আজগর আলী।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানার সঞ্চালনায় আরো অতিথি ছিলেন অভিনেত্রী শমী কায়সার, নায়িকা পূজা চেরি রায় ও টীম গলুই, জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন, নির্মাতা অলিক, কন্ঠশিল্পী বেলী আফরোজ, নাজমা সুইটি, কৌতুক অভিনেতা আরমান, চিন্তা ফাউন্ডেশনের পরিচালক এ মামুন। এছাড়া বক্তব্য রাখেন ফেনী পৌরসভার সাবেক মেয়র ও স্টার লাইন গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন, ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: ইকবাল হোসেন, পিবিআই ইন্সপেক্টর রতেশ রায়, ভুক্তভোগী মুলকুতের রহমান চৌধুরী। এছাড়া ভার্চুয়ালি অংশ নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাশরাফী বিন মতুর্জা, ক্রিকেটার তামিম ইকবাল, ওয়ান মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ আশরাফুল, অভিনেত্রী মাসুমা আক্তার নাবিলা।

অনুষ্ঠানে পিবিআই বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল, অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ কায়সার মোশাররফ ইউসুফ, যুগ্ম-জেলা জজ রোকন উদ্দিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং প্রæ মারমা, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, স্টার লাইন গ্রæপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মদ তপু, সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ প্রমুখ শিক্ষক-শিক্ষার্থী, বেদে সম্প্রদায়ের প্রতিনিধি, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি অংশ নেন।

‘ফেনী পুলিশ যেমন চাই’ বিষয়ক রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহকারী আবদুল্লা আল মোনায়েমের পা দিয়ে আঁকা ছবি ফেনী জেলা পুলিশের পক্ষ থেকে অতিথিদের উপহার দেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!