দৈনিক ফেনীর সময়

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন ফেনীর মামুন উল হক

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন ফেনীর মামুন উল হক

সদর প্রতিনিধি :

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হয়েছেন ফেনীর কৃতি সন্তান প্রফেসর মো: মামুন উল হক। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের উপসচিব আনিসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে মামুন উল হক একই শিক্ষা বোর্ডের পরিচালক (আইটিসি) ছিলেন। পাশাপাশি তিনি বিসিএস শিক্ষা সমিতির সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।

সনদ বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে বোর্ডের চেয়ারম্যান মো: আলী আকবর খানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামুন উল হকের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দক্ষিন আবুপুর এলাকায়। তার বাবা সড়ক ও জনপদ বিভাগের প্রকৌশলী মজিবুল হক ভূঞা। ১৪তম বিসিএস এর মাধ্যমে চাকুরী জীবন শুরু করা মামুন শিক্ষা ভবনে, বিশ^ব্যাংংকে, এডিবি, জাতীয় শিক্ষা ব্যব¯’াপনা একাডেমী প্রশিক্ষন বিশেষজ্ঞ, ফেনী সরকারি কলেজে প্রভাষক, চাঁদপুর মহিলা কলেজে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্রজীবনে ফেনী হাই স্কুল (সরকারি পাইলট উ”চ বিদ্যালয়) থেকে ১৯৮১ সালে এসএসসি পাশ করেন। ১৯৮৩ সালে চট্টগ্রামের মহসিন কলেজ থেকে এইচএসসি ও পরবর্তীতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স-মাষ্টার্স সম্পন্ন করেন।

তার স্ত্রী রাশিদা জাহান তেজগাঁও কলেজের সহকারি অধ্যাপক। ব্যক্তিগত জীবনে তার এক ছেলে নাফিজ ইহতিশাম ও এক মেয়ে ফাইজা তাসনিম রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!