দৈনিক ফেনীর সময়

ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের সমাপনী

ফেনীতে বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবলের সমাপনী

নিজস্ব প্রতিনিধি :

ফেনীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের জমজমাট সমাপনী হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে টুর্ণামেন্টে ছেলেদের খেলায় ফেনী সদরের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোনাগাজীর উত্তর পশ্চিম চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেরা খেলোয়াড় উত্তর পশ্চিম চরছান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো: ইয়াছিন, সেরা গোলদাতা রবিউল ইসলাম নির্বাচিত হয়। মেয়েদের খেলায় ফেনী সদরের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বক্সমাহমুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুর্শিদা আক্তার সেরা খেলোয়াড় ও দাগনভূঞার উদরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিফতাহুল জান্নাত সেরা গোলদাতা নির্বাচিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি থেকে ট্রফি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আবু সেলিম মাহমুদ উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোমেনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন। ফেনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজি উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লিখন বণিক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমা বেগম, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব, সদস্য বাহার উদ্দিন বাহার, তৌহিদুল ইসলাম তুহিন, নুর করিম শিপন, ইয়াছিন শরীফ মজুমদার প্রমুখ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেছেন, “সাফে গিয়ে মেঢেরা চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের মুখে হাসি বিস্তৃত হয়েছে। গোটা দেশ তাদের সংবর্ধনা দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এখনকার দিনে গ্রামে গ্রামে মেয়েদের খেলা হচ্ছে। একসময় এসব চিন্তাই করা যেতো না। অদূর ভবিষ্যতে নারীরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে। নারী হিসেবে বিশ্বের দরবারে বাংলাদেশকে উজ্জ্বল করবে। শুধুমাত্র বাংলা, ইংরেজি, গনিতে ৮০ মার্কস পেলে সব না। সবকিছু করলেই প্রকৃত শিক্ষিত হওয়া যায়।

পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, “প্রতিটি খেলায় প্রচুর দর্শক উতসাহ-উদ্দীপনা নিয়ে অংশ নেয়। সাহস নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। এখান থেকে বিভাগীয় পর্যায়ে খেলতে যাবে। সুন্দর সমাজ ব্যবস্থাপনা দেখতে পারছি। উজ্জল ভবিষ্যত দেখতে পাচ্ছি। খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ পাবো।”

পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, “তরুন সমাজ বঙ্গবন্ধুকে জানাবার, স্বাধীনতার ভূমিকা বোঝাবার জন্য এ টুর্ণামেন্টের আয়োজন করেছে। ক্লাসের পাশাপাশি বঙ্গবন্ধুকে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাথীন বাংলাদেশ পেতাম না। স্বাধীনতার স্থপতির ইতিহাস জানতাম না। পড়াশোনার পাশাপাশি বাঙ্গালীর ইতিহাস তাদের জানানোর তাগিদ দেন তিনি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!