দৈনিক ফেনীর সময়

ফেনী পুলিশ লাইন্স স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ফেনী পুলিশ লাইন্স স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি :

ফেনীর পুলিশ সুপার জাকির হাসান বলেছেন, খেলাধুলার মাধ্যমে শিশুরা পড়াশোনায় অনুপ্রেরণা পাবে। অভিভাবকরাও বাচ্চাদের উৎসাহিত করবেন। সুস্থ দেহে সুস্থ মন রাখতে খেলাধুলার চর্চা খুবই প্রয়োজনীয়। যেই সময়ে আমরা অন্যদিকে মনোনিবেশ করি সেই সময়ে খেলাধুলার মধ্যে রাখি তাহলে সমাজের অন্য কোন খারাপ দিকে যাবেনা। খেলাধুলা করলে সময় নষ্ট হয় না, মন ভালো থাকে। এক্ষেত্রে পড়াশোনার সার্বিক মানোন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শনিবার শহরের পুলিশ লাইন্স স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এসব কথা বলেন। স্কুলের প্রধান শিক্ষক শামীমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর জেলা সভাপতি নুসরাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস ও অর্থ) দীন মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মুহাম্মদ শাহাদাৎ হোসেন, স্কুলের আজীবন উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা এএস শাহুদুল হক বুলবুল।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ফেনী মডেল থানার ওসি মো: নিজাম উদ্দিন, কোর্ট পুলিশের ওসি গোলাম জিলানী, গোয়েন্দা পুলিশের ওসি সদ্বিপ কুমার দাস, ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ারুল কবির প্রমুখ অভিভাবকগণ উপস্থিত ছিলেন। স্কুলের খেলাধুলা সহ সার্বিক উন্নয়নের জন্য স্কুলের সভাপতি ও পুলিশ সুপার জাকির হাসানের হাতে ১ লাখ টাকা তুলে দেন আজীবন উপদেষ্টা সদস্য মুক্তিযোদ্ধা এএস শাহুদুল হক বুলবুল। ৩৬টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে দুপুরে বেলুন ও পায়রা উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। বিগত বছরে জিপিএ ৫ প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!