দৈনিক ফেনীর সময়

ফেনী শহরে সিএনজি অটোরিক্সায় হেনস্তার শিকার স্কুল শিক্ষিকা

ফেনী শহরে সিএনজি অটোরিক্সায় হেনস্তার শিকার স্কুল শিক্ষিকা

শহর প্রতিনিধি :

ফেনী শহরে সিএনজি অটোরিক্সায় স্কুল শিক্ষিকা হেনস্তার শিকারের ৫ দিনেও বখাটেরা শনাক্ত হয়নি। ঘটনার পর থেকে ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তিনি ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুরাতন রেজিষ্ট্রি অফিস সংলগ্ন স্থান থেকে টিউশনি শেষে বাসায় ফিরছিলেন শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। কোর্ট বিল্ডিং সংলগ্ন হাজারী রোডের বাসায় যেতে সিএনজি অটোরিক্সায় উঠেন তিনি। পথিমধ্যে খাজুরিয়ায় রাস্তার মাথায় পূর্বপরিকল্পিতভাবে দুই বখাটে দুইপাশে ও একজন কোলে বসে হাত-মুখ, গলা চেপে, শরীরের বিভিন্ন স্থানে খামচি দিয়ে নানাভাবে হেনস্তা করা হয়। মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কিল-ঘুষি দিয়ে আঘাত করে বখাটেরা। একপর্যায়ে তার গলায় থাকায় ৬ আনা ওজনের স্বর্ণের চেইন ও নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাশিমপুর এলাকায় নিয়ে তাকে নামিয়ে দেয়।

ওই শিক্ষিকা জানান, বিষয়টি ইতিমধ্যে পুলিশ সুপার জাকির হাসান ও পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীকে অবহিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!