দৈনিক ফেনীর সময়

‘ধর্মীয় শিক্ষা থাকলে সমাজে খারাপ কাজ হবেনা’

‘ধর্মীয় শিক্ষা থাকলে সমাজে খারাপ কাজ হবেনা’

নিজস্ব প্রতিনিধি :

ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেছেন, “একসময় বাংলাদেশে জঙ্গি সৃষ্টি হয়েছে। সচেতনতামূলক সামাজিক আন্দোলনের মাধ্যমে এটি কমে এসেছে। সন্তানদের ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিতে হবে। ধর্মীয় শিক্ষাকে প্রাধান্য দেবেন। ধর্মীয় শিক্ষা থাকলে তার ধারা সমাজে খারাপ কাজ হবেনা, খারাপ কাজে জড়াবে না। মাদক, সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সবাই মিলে কাজ করতে হবে। সবাই এগিয়ে এলে সুন্দর সমাজ গড়তে হবে।”

ফেনী সরকারি কলেজের খাজা আহমেদ অডিটোরিয়ামে মঙ্গলবার দৈনিক ফেনীর সময় এর আয়োজনে ‘কিশোর গ্যাং প্রতিরোধে প্রয়োজন সামাজিক সচেতনতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেয়র স্বপন মিয়াজী আরো বলেন, “সন্তানদের ভালো পথে রাখতে হলে গ্যাং কালচার প্রতিহত করা প্রয়োজন। কিশোর গ্যাং সমাজ নষ্ট করে। তারা মাদকের আখড়া তাদের রাজনীতিতে প্রশ্রয় দেয়া হয়না। আজকের কিশোর-তরুণরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হবে। প্রজন্মকে ভালো রাখতে হবে পৌরসভার মেয়র হিসেবে সর্বোচ্চ কাজ করে যেতে চাই।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!