দৈনিক ফেনীর সময়

ফেনীতে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী পরিষদের আয়োজনে শোক সভা

নিজস্ব প্রতিনিধি :

মহান জাতীয় শোক দিবস উপলক্ষে পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী পরিষদ চট্টগ্রাম বিভাগের (বি-২২১৪) আয়োজনে ফেনীতে শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে জেলা পরিষদের ড. সেলিম আল দীন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান। পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী পরিষদ ফেনী জেলা সভাপতি সহদেব মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান উদ্দিনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মাহবুব আলম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক তোফাজ্জল হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী পরিষদের কার্যকরি সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পলাশ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নোয়াখালী জেলা কমিটির সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, রাজু ভৌমিক, আবুল কালাম মিয়া, সাধারন সম্পাদক সিফায়েত উল্লাহ, কুমিল্লা জেলা সভাপতি নাছির উদ্দিন, সাধারন সম্পাদক মজিবুল হক, ব্রা²নবাড়িয়া জেলা সভাপতি রেজুয়ান ভ‚ইয়া, সাধারণ সম্পাদক এনামুল হক, ময়মনসিংহ বিভাগের সভাপতি এমদাদুল হক, চটগ্রাম জেলা সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক ছোটন নাথ। এছাড়া চট্টগ্রাম বিভাগের ৭টি জেলার বিভিন্ন উপজেলার পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদক সহ সদস্যগণ উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতা করেন ফেনী জেলা কমিটির সহ-সভাপতি জিয়া উদ্দিন, অনুপম চক্রবর্তী, সদস্য রিয়াদ হোসেন,কৃষ্ণ কুমার আচার্য্য, সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ২০১৯ সালে নিয়োগ প্রাপ্ত সকল মাঠ সহকারীদের চাকুরী স্থায়ী করন, সকল এফ এ দের ১০ম গ্রেডে উন্নতী করন, পদোন্নতি দেওয়া সহ চাকরিতে অন্যান্য ব্যংকের মতো সিবিএ নির্বাচন জয়ী হয়ে সাধারণ মাঠ সহকারীদের দাবী আদায় এবং বৈষম্য দুর করতে কাজ করা হবে। কল্যান তহবিলের টাকা সমবন্টন করতে উদ্যেগ গ্রহন করারও অঙ্গীকার দিয়েছেন। উপস্থিত সকলকে আন্দোলন ও দাবী আদায়ে ঐক্যবদ্ধ থেকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!