দৈনিক ফেনীর সময়

ফেনীতে বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, বায়োফার্মার গাড়ী ভাংচুর

ফেনীতে বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, বায়োফার্মার গাড়ী ভাংচুর

নিজস্ব প্রতিনিধি :

ফেনী শহরতলীর লালপোল এলাকায় বৃহস্পতিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চিনি বোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে বুধবার রাতে জেলার ফুলগাজী উপজেলার বিজয়পুর এলাকায় ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে বায়োফার্মা লিমিটেডের গাড়ীতে হামলা চালানো হয়।

পুলিশ সূত্র জানায়, চলন্ত অবস্থায় ট্রাকভর্তি চিনি নিয়ে ট্রাকটি লালপোল পৌঁছলে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবরনপেয়ে ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ততক্ষনে ট্রাকের সামনের অংশ পুড়ে যায় বলে ওয়্যার হাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ জানান।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে ফুলগাজী উপজেলার প্রাণিসম্পদ কার্যালয় সংলগ্ন রাস্তায় চলন্ত গাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এতে বায়োফার্মা লিমিটেডের ওষুধ পরিবহনকারী গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে চালকসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হলেন- বায়োফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি চৌদ্দগ্রাম চিওড়া এলাকার সিফাত ইবনে ইউছুপ, ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের কামরুল হাসান ও গাড়ি চালক চৌদ্দগ্রামের আবদুর রহিম। এ ঘটনায় আহত ওষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সিফাত ইবনে ইউছুফ বাদি হয়ে ফুলগাজী থানায় অজ্ঞাত ২-৩ জনকে আসামি করে অভিযোগ দিয়েছেন।

ফুলগাজী থানার ওসি আবুল হাসিম বলেন, ওষুধ কোম্পানির একটি চলন্ত গাড়িতে হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!