দৈনিক ফেনীর সময়

ফেনীতে লালসবুজ উদ্যোক্তা মেলা

ফেনীতে লালসবুজ উদ্যোক্তা মেলা

শহর প্রতিনিধি :

ফেনীতে দিনব্যাপী লালসবুজ উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কিং অব কমিউনিটি সেন্টারে তথ্য আপা’র কেন্দ্রীয় প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনার সভাপতিত্বে ও ফজলুল্লাহ হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।

বিশেষ অতিথি ছিলেন তথ্য আপা প্রকল্পের উপ-পরিচালক মো: লোকমান হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, সহকারী কমিশনার (ভ‚মি) লিখন বণিক, মহিলা ভাইস চেয়ারম্যান জোৎস্না আরা বেগম জুসি, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান খাদিজা আক্তার খানম রুনা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিজিটাল পল্লী বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারি মীর শাহেদ আলী। বক্তব্য রাখেন ডিজিটাল পল্লীর কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট জাহিদুজ্জামান সাঈদ।

মেলায় প্রায় দেড় শতাধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এতে ১৫টি স্টলে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন এবং বিক্রয় করা হয়।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে নারী উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে। নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে তথ্য আপা অগ্রণী ভ‚মিকা পালন করছেন। তিনি দেশের জনসংখ্যার সমান সংখ্যক পুরুষের পাশাপাশি নারীদেরকে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য এগিয়ে আসার আহবান জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!