দৈনিক ফেনীর সময়

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে ফেনীর মক্কী

সুনামগঞ্জে বন্যার্তদের পাশে ফেনীর মক্কী

নিজস্ব প্রতিনিধি :

সিলেট ও সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় পানিবন্দি লাখ লাখ মানুষ। খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের অভাবে অনেকে মানবেতর জীবনযাপন করছেন। এ দুর্যোগে সরকারের পাশাপাশি বন্যার্তদের পাশে দাঁড়াতে ছুটে গিয়েছের ফেনীর স্বেচ্ছাসেবী সংগঠক আমের মক্কী।

আমের মক্কী জানায়, সিলেটবাসীর পাশে দাঁড়াতে ২০ জনের একটি টিম ১৯ জুন থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকা শালদা, দিরাই, জগন্নাথপুর উপজেলায় বন্যার পানিতে ১ হাজার ২শ ঘরবন্দি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। ত্রাণ সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে- চিড়া, মুড়ি, মুড়ি, দুধ, সুজি, বিস্কিট, পানি ও মোমবাতি। আরো তিন হাজার পরিবারকে ত্রাণ বিতরণের জন্য প্রস্তুত রয়েছে।

মক্কী আরো জানায়, যেকোন সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আশা করি আমার এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে কিছুটা হলেও বন্যার্ত মানুষের কষ্ট লাগব হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কন্টেন্ট সুরক্ষিত!!